আপনার ব্যবসায় গতি আনুন ই-কমার্স ওয়েবসাইট এর মাধ্যমে
একটি ই-কমার্স সাইট আপনার ব্যবসাকে নিয়ে যেতে পারে অনন্য উচ্চতায়। বিশ্বগ্রামের এই যুগে আপনার ব্যবসাকে নিয়ে যান বৈশ্বিক গ্রাহকের কাছে
রেস্পন্সিভ
আমাদের তৈরি ই-কমার্স সাইটগুলো অত্যন্ত মোবাইল ফ্রেন্ডলি। যার ফলেই এই সাইটগুলো ডেস্কটপের পাশাপাশি মোবাইল ডিভাইস এ চলবে খুবই সুন্দরভাবে
সুপার ফাস্ট
একটি ভালো সার্ভারে হোস্ট করলে এবং অপ্টিমাইজড পদ্ধতিতে মেইন্টেইন করলে সাইটের অধিকাংশ পেজ ৫০০ মিলিসেকেন্ড এর আগেই লোড হয় যা অনেক বেশি ব্যবহারকারীকে আকৃষ্ট করে।
ওপেন সোর্স
এই সাইটগুলো বেশিরভাগই ওপেন সোর্স কোডবেস এর উপর তৈরি । যার ফলে এটা আপনাকে অনেক বেশি সুবিধা প্রধান করবে এবং এই সাইটের খরচ অনেক কম। এসব সাইট ডেভেলপ করতে ও মেইন্টেইন এও কম খরচ হয়
আকর্ষণীয় ডিজাইন ও ফিচার
আমাদের সাইটগুলো মিনিমাল ডিজাইন এর উপর বেস করে তৈরি যেগুলো সাধারণত ই-কমার্স ওয়েবসাইটের সাথে মানানসই। এসব সাইটের ফিচারগুলো দিয়ে আপনি সহজেই আপনার প্রয়োজনীয় সব ডিজিটাল কমার্স কর্মকান্ড অনায়াসে চালাতে পারবেন।
মাল্টিপল পেমেন্ট সলুশন
এই সাইটগুলোতে ক্যাশ অন ডেলিভারি এর পাশাপাশি আপনি দেশীও যেকোনো পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে পারবেন। যার ফলে আপনার সাইটের পেমেন্ট প্রসেস হবে স্বয়ংক্রীয়ভাবে (ওয়ার্ডপ্রেস অনলি ফিচার)
সুপার ফাস্ট হোস্টিং ও ডোমেইন
প্রিমিয়াম সব প্যাকেজ এ থাকছে ফ্রি .com ডোমেইন ও সুপার ফাস্ট 2GB NVME হোস্টিং। আমাদের দক্ষ ডেভেলপার আপনার সাইট তৈরি থেকে অনলাইনে পাব্লিশ পর্যন্ত করে দিবে।