পাইথন জিরো-হিরো কোডিং বুটক্যাম্প

শুরু থেকে একজন প্রোগ্রামার হয়ে উঠুন মাত্র ৯০ দিনে

দেশের সকল বিশ্ববিদ্যালয়/কলেজের শিক্ষার্থীদের জন্য নিজের কোডিং দক্ষতা বৃদ্ধির এক অসাধারণ সুযোগ

সম্পূর্ণ অনলাইন

এই কোর্সটি সম্পূর্ন অনলাইন ভিত্তিক। যার ফলে দূরত্ব আপনার জন্য কোনো বাধা নয়। আপনার ভালো একটি কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ থাকলেই আপনি এই কোর্সটি করতে পারবেন

৯০ দিন

বুটক্যাম্প এর ব্যাপ্তিকাল মোট ৯০ দিন। এই ৯০ দিনে আপনাকে একেবারে শুরু মানে পাইথন ইন্সটল করা থেকে শুরু করে কিভাবে পাইথন দিয়ে আপনার পিসির জন্য সফটওয়ারে বানাবেন সে পর্যন্ত শেখানো হবে

৩৫ ক্লাস

মোট ৩৫ টি ক্লাস নিয়ে এই বুটক্যাম্প। এই বুটক্যাম্প এ মোট ৫ টি ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করা হবে। এসব প্রজেক্ট এর জন্য কিছু ক্লাস বরাদ্দ এবং বাকি ক্লাসগুলো পিউর পাইথনের উপর। সিলেবাস নির্ধারণ করা হয়েছে বিট সাইজ টপিক নিয়ে যাতে আপনার বুঝতে সুবিধা হয়

৫ টি ডেস্কটপ সফটওয়্যার

এই বুটক্যাম্প ও সাধারণ কনসোল ভিত্তিক প্রোগ্রাম রচনার পাশাপাশি কোর্সের শেষে আপনার স্কিলকে আরও বেশি কার্যকরী করতে কিছু ইন্টারেক্টিভ ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করা হবে । এখানে আপনি পোগ্রামিং শেখার জন্য শেখা না, কিভাবে বাস্তবে কাজে লাগাবেন সেটার উপর জোর দেয়া হবে

৫০+ প্রব্লেম ও সমাধান

প্রোগ্রামিং ল্যাংগুয়েজ হচ্ছে একটি টুলস যা দিয়ে আপনি কম্পিউটারকে নির্দেশ দিতে পারেন কিন্ত শুধু টুলস থাকলেই চলবে না হতে হবে সৃজনশীল ও উদ্যমী। শুধু পোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনে আসলে তেমন কিছু হয় না যদি সেটা দিয়ে সত্যিকারে কিছু কাজ না করা হয়। আর এজন্যই এই বুটক্যাম্প আপনাকে শেখানো হবে কিভাবে পাইথন দিয়ে সাধারন কিছু সমস্যা সমাধান করা যায়

সার্টিফিকেট

এই বুটক্যাম্প এর শেষে আলাদা শর্তসাপেক্ষে যথাযথ শিক্ষার্থীদের সনদপত্র দেয়া হবে। এর জন্য আপনাকে বিশেষ এক ভেটিং প্রসেস এর মধ্য দিয়ে সার্টিফিকেটটি অর্জন করতে হবে। সার্টিফিকেট অর্জনের জন্য অবশ্যই আপনাকে আপনার দক্ষতার প্রমাণ দিতে হবে। একজন ইন্টারভিউয়ার অনলাইন মিটিং এর মাধ্যমে আপনার দক্ষতা যাচাই করবেন

যে কারণে এই কোর্সটি করবেন
অনলাইন কোর্স
সহজ ও ধারাবাহিক সিলেবাস ও কারিকুলাম
ক্লাস লেকচার এর ভিডিও
হোমওয়ার্ক ও অ্যাসাইনমেন্ট
অনুশীলন এর জন্য সোর্স কোড
মেসেঞ্জার সাপোর্ট গ্রুপ
সাপোর্টিভ ভিডিও ও ব্যাখ্যামূলক আর্টিকেল

কারিকুলাম ও সিলেবাস

ইনরোলমেন্ট ফি

নিবন্ধণ প্রক্রিয়া

ধাপ ১

ধাপ ০১৭৫৮০২৪৪৪৩ (01758024443) নাম্বারে ৩৫০ টাকা বিকাশ সেন্ড মানি করুন। সেন্ড মানি করার সময় রেফারেন্স এর ফিল্ডে আপনার কাছে থাকা রেফারেন্স কোডটি লিখুন , রেফারেন্স কোড না থাকলে শুধু ০(শূণ্য) লিখুন

ধাপ ২

আপনারা লেনদেনের জন্য বিকাশ থেকে প্রেরিত মেসেজটি ও ট্রাঞ্জেকশন নাম্বারটি সংরক্ষণ করুন

ধাপ ৩

গুগল ফর্মে অন্যান্য সব তথ্যের সাথে সেন্ড মানিতে ব্যবহৃত নাম্বারটি ও ট্রাঞ্জেকশন নাম্বারটি সঠিকভাবে প্রদান করুন

ধাপ ৪

বুটক্যাম্প এর সকল শর্ত মেনে নিবন্ধণ করুন

এই বুটক্যাম্প এর শর্তাবলিঃ

বুটক্যাম্প এ অংশগ্রহণ করার জন্য আপনাকে বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের বা কলেজের রানিং অথবা সাবেক শিক্ষার্থী হতে হবে।

কোনো যৌক্তির কারণ ব্যতীত কোনো ক্লাস এ অনুপস্থিত থাকা যাবে না।

ভার্সিটি ছুটির সাথে এই বুটক্যাম্প এর কোনো সংযোগ নেই। বুটক্যাম্প চলাকালীন আপনার পরীক্ষা, প্রেজেন্টেশন এগুলোকে আপনার মতো করে সামলাতে হবে। এসব কোনো এক্সকিউজ চলবে না। কোর্সের বাইরে আপনার ব্যস্ততার ব্যাপারে আমরা আগ্রহী নই। আমাদের আগ্রহের জায়গা হচ্ছে আপনি ঠিকভাবে ক্লাসে উপস্থিত হছেন কি না? কোনো রকম পূর্ব অবহিতকরণ ব্যতিত পরপর দুটির বেশি ক্লাস এ অনুপস্থিত থাকলে আপনি আর পরবর্তি ক্লাস গুলো করতে পারবেন না।

কোর্স এ ইনরোল করতে আপনাকে ৩৫০টাকা দিয়ে ইনরোল করতে হবে। এই ৩৫০ টাকা আপনাকে বিকাশ এর মাধ্যমে সেন্ড মানি করতে হবে এবং বুটক্যাম্প চালুর পর এই টাকাটি কোনো ক্রমেই ফেরতযোগ্য নয়। যদি প্রযুক্তিবিদ এই কোর্সটি কোনো ক্লাস না নিয়েই বন্ধ ঘোষণা করে তাহলে আপনি বিকাশ চার্জ ব্যতিত বাকি টাকা ফেরত পাবেন

ক্লাসগুলো সাধারণত রাতে অনুষ্ঠিত হবে। ক্লাসের বিস্তারিত সময়সূচী মেসেঞ্জার গ্রুপে জানানো হবে।

এই বুটক্যাম্প এ অংশগ্রহণ করতে হলে আপনার কোডিং এ তেমন কোনো দক্ষতার দরকার নেই তবে থাকবে সেটা অবশ্যই ভালো। কিন্ত বেসিক কম্পিউটার পরিচালনা এই কোর্সের পুর্বশর্ত। আপনি যদি ভালোভাবে কম্পিউটার বিভিন্ন সফটওয়্যার ইন্সটল, আনইন্সটল সহ অন্যান্য বিবিধ কাজগুলো না করতে পারেন তাহলে এই কোর্স আপনার জন্য না।

ক্লাসগুলো সাধারনত জুম/গুগল মিট এ অনুষ্ঠিত হবে

মেসেঞ্জার গ্রুপে আপনি কোডিং/প্রোগ্রামিং আপনার সমস্যা সম্ভাবনার কথা জানাতে পারেন। গ্রুপের অন্যান্য সকল সদস্যদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। কাউকে হেয় করে বা ছোট করে কথা বলা যাবে না। নিজ ভার্সিটির দোষ, গুণ বর্ণনা করা যাবে না ।

প্রত্যেক দিনের ক্লাস লেকচারের ভিডিও রেকর্ড করে সেগুলোর এডিটেড ভিডিও দেয়া হবে এবং এগুলো কোথাও বিশষভাবে উল্লেখ না করা হলে প্রযুক্তিবিদ এর পাবলিক সোশ্যাল সহ যেকোনো প্লাটফর্মে প্রচার করা হবে। ক্লাস রেকর্ডের ভিডিওর সকল কপিরাইট প্রযুক্তিবিদ সংরক্ষণ করে।

প্রযুক্তিবিদ বুটক্যাম্প চলাকালীন এবং প্রচার প্রচারণা চলাকালীন এই শর্তাবলীর যেকোনো ধারা পরিবর্তন, পরিমার্জন , সংযোগ, বিয়োজন করতে পারবে

উদ্ভুত যেকোনো পরিস্থিতিতে প্রযুক্তিবিদ এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে এ ব্যাপারে আপনার কোনো অমত থাকলে আপনাকে এই বুটক্যাম্প এ অংশগ্রহণ না করতে বলা হচ্ছে।

সকল শর্ত মেনে নিবন্ধন করুন

যোগাযোগ করুন